শোভন কাজ, সামাজিক ন্যায় বিচার, কর্মস্থল ও জীবনের নিরাপত্তার নিশ্চিত-বৈষম্য দূর কর – National Workers Unity Centre

শোভন কাজ, সামাজিক ন্যায় বিচার, কর্মস্থল ও জীবনের নিরাপত্তার নিশ্চিত-বৈষম্য দূর কর

আজ ০৭ অক্টোবর-২০২৪, সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের যৌথ উদ্যোগে বিশ^ শোভন কর্ম দিবস-২০২৪ উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।
গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের সভাপতি সুলতানা বেগম এর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার সুমি, ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের নারী কমিটির সাধারন সম্পাদক আমরিন হোসাইন এ্যানি, প্রচার সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খায়রুল আলম মিন্টু, আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

নেতৃবৃন্দ বলেনবাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে, যার মূল চালিকাশক্তি দেশের শ্রমজীবি মানুষ। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন এবং বহুমাত্রিক শ্রমশক্তির উচ্চ দক্ষতা, উৎপাদনশীলতার উন্নয়ন হলেও ন্যায্য পারিশ্রমিকসহ শোভন কাজের সুফলগুলো নিশ্চিত হয়ে ওঠেনি।শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ, সমান আচরণ ও সুযোগ, শ্রম অধিকার এবং ন্যায্য বেতন প্রদান করা হয়, তখন অর্থনৈতিক উন্নয়ন ও মর্যাদা সমুন্নত থাকে।ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-শ্রমিক-মেহনতি মানুষ আত্মত্যাগ করেছে রক্ত দিয়েছে একটি নিপীড়ন ও শোষণমুক্ত রাষ্ট্র ব্যবস্থার জন্য। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভূত্থানে অর্জিত স্বাধীনতা শ্রমিকদের মধ্যে গণতান্ত্রিক কর্মপরিবেশ, ন্যায্য মজুরির আকাঙ্খা তৈরি করেছে। বিশ্ব কর্ম দিবসে শ্রমিকদের স্বার্থে নিম্নোক্ত দাবী সমূহ বাস্তবায়ন করতে হবে।
(১) শোভন কাজ, সামাজিক ন্যায় বিচার, কর্মস্থল ও জীবনের নিরাপত্তা নিশ্চিত- মজুরী বৈষম্য দূর কর ।
(২)ক্ষুধামুক্তি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর ।
(৩) লিঙ্গ‣বষম্য দূর কর- নারী নিরাপত্তা নিশ্চিত কর।
(৪) জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলায় জরুরী পদক্ষেপ গ্রহন কর।
(৫) ট্রেড অধিকার নিশ্চিত কর।
(৬) আইএলও কনভেনশন-৮৭ ও ৯৮ বাস্তবায়ন কর।
(৭) আইএলও কনভেনশন-১৮৯ ও ১৯০ অনুস্বাক্ষর কর।
(৮) সামাজিক সুরক্ষা নিশ্চিত কর।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী তোপখানা রোড প্রদক্ষিন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Address

Road: 15, House #09 (1st Floor), Block:C, Section: 06,Mirpur, Dhaka-1216, Bangladesh

©2025 NWUC Copyright All Right Reserved. Developed by MD AnTor Ali

Scroll to Top